মিষ্টি হাব বানাতে জমি চেয়েছিল পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। এক টাকার বিনিময়ে ইকো পার্কে সেই জমি দিতে চায় রাজ্য সরকার। সমিতির একটি অনুষ্ঠানে গিয়ে আজ এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তিনি নির্দেশ দেন, মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই যেন আনা হয় প্রস্তাব।
আজ একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ইকো পার্কে বর্তমান মিষ্টি হাবের উল্টো দিকে জমি দেওয়া হবে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতিকে। কেন সেই জায়গাকেই বাছা হয়েছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘ওখানে কোটি কোটি লোক যায়। লোক যেখানে যায়, প্যাকেট করে রাখবেন, মিষ্টি নিয়ে চলে যাবেন। ছোট, বড়, মাঝারি প্যাকেট, বিক্রি হয়ে যাবে।’’ এর পরেই মুখ্যমন্ত্রীর আরোও ঘোষণা, ‘‘আপনারা ১০ কাঠা চেয়েছেন, আমরা ২০ কাঠা দেব। চেষ্টা করব ১ টাকায় দিতে। ববি পরের মন্ত্রিসভার বৈঠকে নিয়ে আসবে।’’ এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। মিষ্টি হাবের নামকরণও করেছেন তিনি। নবান্নের সঙ্গে মিলিয়ে ‘মিষ্টান্ন’। সেই সময় মঞ্চে বসা অনেকেই মমতার বাবা-মায়ের নামে নামকরণের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব খারিজ করে দেন। জানান, বাবা-মায়ের নামে কখনও কিছু করতে দেননি। কারণ হিসাবে তিনি বলেন, ‘‘আপনাদের নিয়েই আমি।’’
কেমন হবে নতুন সেই মিষ্টি হাব, তার একটি রূপরেখাও তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘সব জেলার জন্য একটা স্টল দিতে চেষ্টা করবেন। সব জেলায় যা বিখ্যাত, নিয়ে আসতে চেষ্টা করবেন। সিউড়িতে যেমন মোরব্বা বিখ্যাত।’’ নতুন এই হাবে কাজ করতে পারবেন মেয়েরাও। মিষ্টি ব্যবসায়ী, কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ‘ভবিষ্যৎ’ প্রকল্পের উল্লেখ করেছেন।
আগামী ১ থেকে ১৮ সেপ্টেম্বর দুয়ারে সরকার হবে। ব্যবসায়ীরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। ২৫ হাজার টাকা সিকিউরিটি মানি আমরা দিচ্ছি। গ্যারেন্টার রাজ্য সরকার।’’ মিষ্টির পাশাপাশি হাবে মাদুর, পটচিত্র বিক্রির পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মিষ্টির বিক্রি বাড়াতে জন্মদিনে পায়েসের কেক তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, ছানার কেকের সঙ্গে সেখানে মিশিয়ে দেওয়া হবে চাল। মিষ্টি ব্যবসায়ীদের বিক্রি বৃদ্ধি করার জন্য আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পরামর্শ দিয়েছেন ।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমের আবহাওয়া রইবে বিশেষভাবে পরিবর্তনশীল। পার্বত্য অঞ্চল ও…
রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল…
জাতীয় নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। দুপুর ২টায় এক সাংবাদিক সম্মেলনের…
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ৬২…
রিয়্যালিটি শো'-র প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে নারী পাচারের চেষ্টা, যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের বয়স মাত্র ১৭,…
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…