হিন্দি চলচ্চিত্রের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ছাড়িয়ে সুদূর হলিউডে নিজের আসন গেড়েছেন। এই অভিনেত্রীকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও ব্যবসায়িক কাজেও সরব দেখা যায়। দুই বছর আগে যৌথ উদ্যোগে মার্কিন মুলুকে ‘সোনা’ নামের একটি রেস্তোরাঁ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে রেস্তোরাঁর মালিক হিসেবে খ্যাতি লাভ করার পরেও হঠাৎ করেই রেস্তোরাঁ ব্যবসা থেকে সরে এলেন তিনি।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে রেস্তোরাঁর ব্যবসা থেকে সরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার মুখপাত্রের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এই খবর নিশ্চিত করা হয়েছে। সেই বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, যে কোনো ব্যবসা শুরু করাই ক্যারিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ তথা গর্বেরও। ‘সোনা’র পথ চলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার অবদানও ঠিক সেরকমই। দেশি হেঁশেলের রান্নার গল্প ওর গল্প বলার মধ্যে দিয়ে একাধিকবার ফুটে উঠেছে।
জানা গেছে, প্রিয়াঙ্কার বিজনেস পার্টনার মনীশের পক্ষ থেকেও বলা হয়েছে, প্রিয়াঙ্কা রেস্তোরাঁর মালিকানা থেকে সরলেও ওর ছোঁয়া সোনাতে রয়েই যাবে। এই পরিবারের একজন সে। কিন্তু ঠিক কী কারণে রেস্তোরাঁ থেকে সরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সেটা এখনও জানা যায়নি।
কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…
মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…
নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…
কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…
ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…
মুর্শিদাবাদ: সম্প্রতি ঘটে যাওয়া মুর্শিদাবাদকাণ্ডে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।…