খেলার মাঠ, রাস্তায় আলো ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর


বৃহস্পতিবার,২৪/০৮/২০২৩
711

সোমনাথ গোপ: সাঁওতালডিহি থানার অন্তর্গত কাঁকি বাজার ও শ্রীরামপুর দুটি গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়, এদিন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেট থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র যাবার মূল রাস্তা ও সাঁওতালডিহি টাউনশিপ থেকে বিদ্যুৎ কেন্দ্র যাবার তিন নাম্বার গেটটি অবরুদ্ধ হয়ে পড়ে, বিক্ষোভের জেরে তিন নাম্বার গেটে ডিউটি যাবার সময় আটকে পড়ে বিদ্যুৎ কর্মীরা, ঘটনাস্থলে উপস্থিত হয় সাঁওতালডিহি ও ভজুডি কোল ওয়াশারি ফাঁড়ির পুলিশ বাহিনী সহ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকরা, দীর্ঘক্ষণ অবরোধ জারি থাকে, এদিন সকাল সাড়ে ছটা থেকে বেলা দশটা পর্যন্ত অবরোধ চলে, গ্রাম দুটির অবরোধকারী মহিলাদের দাবী তাদের অবিলম্বে রাস্তায় আলো, খেলার মাঠ ও পানীয় জলের দাবি পূরণ করতে হবে, স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় সংশ্লিষ্ট এলাকাতে পানীয় জল সরবরাহ সহ রাস্তায় আলো ও খেলার মাঠের দাবি দীর্ঘদিনের, এলাকায় গ্রামীণ রাস্তায় আলো, খেলার মাঠ সহ জল সরবরাহ করার ব্যাপারে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।

তাই তারা আন্দোলনের শামিল হয়েছে অবরোধরত প্রমীলা বাহিনীর কয়েকজন জানান তারা দীর্ঘ এক বছর ধরে পুরুলিয়া জেলা পরিষদ, স্থানীয় প্রশাসন সহ সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের জানালেও তাদের দাবির কোন সুরাহা হয়নি, ফলে বাধ্য হয়েই পথ ও তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট অবরোধের সিদ্ধান্ত নিতে হয়, ঘটনাস্থলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের একাধিক আধিকারিক অবরোধকারী মহিলাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হলেও তারা সংবাদমাধ্যমের কাছে কোন প্রতিক্রিয়া দিতে চাননি। তবে সাঁওতালডিহি থানার ইন্সপেক্টর ইনচার্জ এর উপস্থিতিতে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের সাথে দীর্ঘ আলোচনার পর নল বাহিত জল সরবরাহের কিছুদিনের মধ্যেই ব্যবস্থা করা হবে ও পরবর্তী সময় আলোচনার মাধ্যমে খেলার মাঠ ও রাস্তায় আলোর ব্যবস্থা করা হবে প্রশাসনের এই আশ্বাসে অবরোধ উঠে সচল হয় যানবাহন চলাচল।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট