সোমনাথ গোপ:- পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে ও পুরুলিয়া জেলা পরিষদের সহায়তায় পুরুলিয়া জেলার মৎস্য চাষীদের স্বনির্ভর এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়ণের উদ্দেশ্যে মৎস্য উৎপাদন উপকরণ জাল ও হাঁড়ি বিতরণ করা হয় আজ পুরুলিয়া জেলা পরিষদ ভবন চত্বরে, এদিন মৎস্য দপ্তরের আয়োজনে ও জেলা পরিষদের সহায়তায় জেলার জলাশয় গুলিতে মাছ উৎপাদন অব্যাহত রাখতে ও মৎস্যচাষীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আজ, মৎস চাষীদের উপকরণ তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো,
জেলা পরিষদ সদস্য জয়মল ভট্টাচার্য ও সদস্যা সুমিতা সিং মল্ল, মৎস্য দপ্তরের পুরুলিয়া জেলা আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উক্ত কর্মসূচির শেষে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সংবাদমাধ্যমকে জানান পুরুলিয়া জেলার মৎস্য চাষীদের স্বনির্ভর এবং তাঁদের আর্থ-সামাজিক উন্নয়ণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কর্মসূচি, আজ আমরা কয়েকজন মৎস্য চাষীদের উপকরণ বিতরণ করেছি আগামীতে জেলা জুড়ে মৎস্যচাষীদের উপকরণ বিতরণ করা হবে
মৎস্যচাষীদের উপকরণ বিতরণ, পুরুলিয়া জেলা পরিষদের।
বৃহস্পতিবার,২৪/০৮/২০২৩
5885