সোমনাথ গোপ:– রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত জোড়াডি ও বড়ড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো আজ, জয় শ্রীরাম ও জয় গরাম ধ্বনি তুলে বড়ড়া গ্রাম পঞ্চায়েতে আদিবাসী কুড়মি সমাজের সাথে যৌথ ভাবে বিজেপির সমর্থনে বোর্ড গঠন করা হয়, বিজেপির সমর্থনে আদিবাসী কুড়মি সমাজের প্রধান রানু মাহাতো ও বিজেপির উপ প্রধান নির্বাচিত হয় পরমেশ্বর বাউরি, বিরোধী দলনেতা শাসক দল তৃণমূল কংগ্রেসের, বোর্ড গঠনের ভোটাভুটিতে জোটের পক্ষে ১১ ও তৃণমূল ০৭ ভোট পড়ে। বোর্ড গঠন শেষে বিজেপির পাড়া বিধানসভার বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরি বলেন জনতার রায়ে সাধারণ মানুষের বোর্ড, জন- সাধারণের জন্য কাজ করবে পঞ্চায়েত। তাছাড়া জোড়াডি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস, এদিন জোড়াডি গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১২ জন পঞ্চায়েত সদস্য নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস, বিরোধী সদস্য সংখ্যা ১০, তৃণমূলের দলনেতা মিলন কুমার সরকারের নেতৃত্বে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন, প্রধান নির্বাচিত হয়েছে সমনি মাঝি ও উপ প্রধান বৃন্দাবন বাউরি, বোর্ড গঠনের পর তৃণমূল কংগ্রেসের রঘুনাথপুর-২ ব্লক সভাপতি সঞ্জয় মহাথা সংবাদমাধ্যমকে বলেন রঘুনাথপুর-২ ব্লকের মধ্যে ৬ টি অঞ্চলের মধ্যে ৫ টিতে আমরা তৃণমূলের প্রধান নির্বাচন করছি, পঞ্চায়েত গুলি মা মাটি মানুষের, জনতার পঞ্চায়েত আমরা সর্বসাধারণের জন্য কাজ করবো।
রঘুনাথপুর-২ ব্লকে ২টি পঞ্চায়েতে বোর্ড গঠন
মঙ্গলবার,১৫/০৮/২০২৩
804