একক সংখ্যাগরিষ্ঠতায় বহড়া পঞ্চায়েত দখল তৃণমূলের, ১১ জুলাই ঘোষণা হয়েছে পঞ্চায়েত ভোটের ফলাফল। প্রশানসনিক তৎপরতায় গঠন হচ্ছে পঞ্চায়েত বোর্ড, পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে বহড়া গ্রাম
পঞ্চায়েত তৃণমূল ১০, নির্দল ৩, বিজেপি ২, শান্তিপূর্ণ বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় যথেষ্ট পুলিশি নিরাপত্তা সহ, বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল পঞ্চায়েত অফিসের সামনে। নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত জয়ী সদস্যরা পঞ্চায়েত গঠনে অংশগ্রহণ করে, প্রধান নির্বাচিত হয়েছেন তিথি মাহাতো ও উপ প্রধান বাদল দাস, বোর্ড গঠন পর্ব শেষে ব্লক তৃণমূল নেতা অশোক মাহাথা বলেন জনস্বার্থে আমরা মুখ্যমন্ত্রীর একাধিক উন্নয়ন মূলক প্রকল্প ও জন পরিষেবা অঞ্চলবাসীকে পৌঁছে দেব বিগত ৫ বছরে বিজেপি পরিচালিত বোর্ড কিছু কাজ করেনি, তায় মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, এদিন বোর্ড গঠন পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ জয়ী প্রার্থী নরুন নাহার, জয়মল ভট্টাচার্য, সহ মনোজ সাহা বাবু, দীপক কুম্ভকার, সীমা বাউরি সহ নেতৃত্ব।
একক সংখ্যা গরিষ্ঠতায়, বহড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন তৃণমূলের
শুক্রবার,১১/০৮/২০২৩
779