যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিন অফ সাইন্স সুবিনয় চক্রবর্তীকে এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিতে মোট আটজনের সদস্য রয়েছে। এবং এই কমিটি গঠন হওয়ার পর সঙ্গে সঙ্গেই তৎপর হয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রের মৃত্যুর পর, আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ৩:৩০ নাগাদ এই কমিটি একেবারে মূল ঘটনাস্থলে অর্থাৎ যেখান থেকে স্বপ্নদ্বীপ গতকাল রাতে ঝাঁপ দিয়েছিলেন সেই জায়গা পরিদর্শন করলেন তারা। সকাল থেকে এই জায়গাতে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি।।
স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
শুক্রবার,১১/০৮/২০২৩
1727