বিজেপি কংগ্রেসকে নিয়ে পাড়া ব্লকের দেওলি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন আদিবাসী কুর্মি সমাজের


শুক্রবার,১১/০৮/২০২৩
514

সোমনাথ গোপ:- যখন কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে একজোট হয়েছে সব বিরোধী দল, তখনই উল্টো পুরান পাড়া ব্লকের দেওলি গ্রাম পঞ্চায়েতে, বিজেপি, কংগ্রেস ও আদিবাসী কুর্মি সমাজের জোট আজ ১১ জন সদস্য নিয়ে বোর্ড গঠন করলো অপর দিকে তৃণমূল ভোটাভুটিতে ৯ জন সদস্য ২ এর ব্যবধানে বোর্ড গঠন করে তৃ-শক্তি জোট, যেখানে বিজেপি ৫, আদিবাসী কুর্মি সমাজ ৫, কংগ্রেস ১, মোট ১১। বোর্ড গঠনের পর কংগ্রেসের একমাত্র সদস্য পেশায় আইনজীবী ফাল্গুনী বাউরি বলেন এই জোট মানুষের জোট জনস্বার্থে এ জোট করা হয়েছে, রাজনৈতিক আদর্শ কোন বাধা হবে না একই দাবি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট জয়দেব মণ্ডলের তিনি বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানুষের পঞ্চায়েত গড়ার যে মডেল বলেছিলেন, সেই মতো মানুষের পঞ্চায়েত বোর্ড গঠন করা হয়েছে, বোর্ডের প্রধান হয়েছেন আদিবাসী কুড়মি সমাজের রানুবালা মাহাতো প্রধান হয়েছেন ও বিজেপির খেদন দাস উপ প্রধান নির্বাচিত হন। পাড়া ব্লকের ১০ টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূল যেখানে ০৯ টি পঞ্চায়েত সেখানে দেওলি খাতা খুললো বিরোধী জোটের ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট