দারুন একটা নজির সৃষ্টি করলেন বিশ্বনন্দিত পপতারকা টেইলর সুইফট। তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটা বিশেষ অনুরোধ রক্ষা করলেন। বিদেশি গণমাধ্যম থেকে জানা গেছে, জগদ্বিখ্যাত এই গায়িকা জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিয়ে নিজের চলমান ইরাস ওয়ার্ল্ড ট্যুরে কানাডার টরন্টোকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।
জানা গেছে, সুইফট প্রাথমিকভাবে কানাডাকে তার বিশাল এই সফর থেকে বাদ দিয়েছিলেন। এর ফলে তার কানাডিয়ান ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এরপর কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সামাজিক মাধ্যমে সুইফটের দৃষ্টি আকর্ষণ করে লেখেন – আমি জানি কানাডার শ্রোতারা আপনাকে কাছে পেতে পছন্দ করবে। এটিকে আরেকটি নিষ্ঠুর গ্রীষ্মে পরিণত করবেন না। আমরা আশা করি শীঘ্রি আপনার সঙ্গে দেখা হবে।
জানা যায়, কানাডিয়ান প্রধানমন্ত্রীর এমন আবেদন ভক্তদের এবং সুইফটের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাই নিজের সফরসূচিতে পরিবর্তন এনে কানাডাকে অন্তর্ভুক্ত করলেন সুইফট। তার টরন্টো সফরের তারিখগুলো ২০২৪ সালের নভেম্বরের জন্য নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি শুরু হতে চলেছে৷ আর সুইফট সামাজিক মাধ্যমে কানাডাভক্তদের জন্য এই সুসংবাদটি শেয়ার করেছেন।
২০২৪ সালের ১৪-১৬ নভেম্বর এবং ২১-২৩ নভেম্বর পর্যন্ত টরন্টোতে সুইফটের পারফরম্যান্সের জন্য কানাডিয়ান ভক্তরা প্রস্তুতি নিতে পারেন বলে জানিয়েছেন সুইফট। এর আগে ২০১৮ সালে কানাডায় সুইফটের রেপুটেশন ট্যুরের পর দীর্ঘ ৫ বছর পর সেই দেশে এটি তার প্রথম সফর হতে যাচ্ছে। আর তিনিই হবেন প্রথম নারী শিল্পী, যিনি টরন্টোর বিখ্যাত রজার্স সেন্টারে ছয়টি শো করবেন।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…
কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…