সোমনাথ গোপ:- বিজেপি শাসিত মণিপুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশজুড়ে, তারই প্রতিবাদে, পুরুলিয়া জেলা জুড়ে পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। লাগাতার একমাস ধরে রাজনৈতিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ব্লকে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পরিচালনায় প্রতিবাদ মিছিল করা হচ্ছে, এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ও নীরবতার প্রতিবাদ জানিয়ে, পুরুলিয়াতে আন্দোলন সংগঠিত করে রাজনৈতিক ভাবে বিজেপির ওপর চাপ তৈরি করতে চায় বাংলার শাসক দল তৃণমূল। জেলা জুড়ে প্রতিটি ব্লকে হচ্ছে মিছিল পুরুলিয়া ২ ব্লক, পাড়া ব্লক, সাঁতুড়ী ব্লক, রঘুনাথপুর শহরে তৃণমূল মহিলা কংগ্রেসের ধিক্কার মিছিল সহ পুরুলিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মৌন মোমবাতি মিছিল করা হয়, পুরুলিয়া জুবলি ময়দান থেকে টেক্সি স্ট্যান্ড পর্যন্ত। এই মিছিল উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী, বঙ্গ জননীর জেলা সভানেত্রী, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা। দলীয় সূত্রে জানা যায় বাকি ব্লক গুলিতেও করা হবে মিছিল।
মণিপুরে নারী নিগ্রহের প্রতিবাদে, পুরুলিয়া জেলা জুড়ে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের
মঙ্গলবার,০১/০৮/২০২৩
573