প্রধানমন্ত্রীর আক্রমণে উৎফুল্ল ‘INDIA’ জোট শিবির


শুক্রবার,২৮/০৭/২০২৩
372

বিরোধী জোটের ‘INDIA’ নাম নিয়ে লাগাতার আক্রমণ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার SIMI ও PFI-এর সঙ্গে তুলনা করেন INDIA জোটকে। প্রধানমন্ত্রী লাগাতার আক্রমণ করে চললেও মোদির আক্রমণে চিন্তিত নয় বিরোধী শিবির। বরং প্রধানমন্ত্রীর এমন আক্রমণে উৎফুল্ল বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর এই আক্রমণে খুশি বিরোধী জোটের নেতারা। এমনই কথা উঠে এল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কথায়। ডেরেকের দাবি, বিরোধীরা যা চাইছিল ঠিক তেমনটাই করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীসহ বিজেপি নেতাদের ইন্ডিয়া জোট নিয়ে আক্রমণ যত বাড়ছে ততই ঝাঁঝ বাড়ছে জোটের সমন্বয়ে। এবার মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছে ‘INDIA’ জোটের প্রতিনিধি দল। ‘INDIA’ জোটের প্রতিনিধি দলে ২০ জন সাংসদ থাকতে পারেন বলে খবর। মণিপুরের বর্তমান পরিস্থিতি স্বচক্ষে দেখতেই এই সফর বলে ইন্ডিয়া জোটের সূত্রে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে আশ্রয়শিবির ঘুরে দেখবেন প্রতিনিধিরা। বিরোধীদের প্রতিবাদে মণিপুর নিয়ে আরও চাপে কেন্দ্রীয় সরকার। বিক্ষোভে অধিবেশনের শুরু থেকেই উত্তাল রাজ্যসভা এবং লোকসভা। ‘INDIA’ জোট কেন্দ্রের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। এবার মণিপুরে যাচ্ছেন ‘INDIA’ জোটের ২০ জন সাংসদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট