মণিপুর ইস্যুতে সরগরম সংসদ, মুলতুবি দু কক্ষই


শুক্রবার,২৮/০৭/২০২৩
357

মনিপুর ইস্যুতে সংসদের বাদল অধিবেশন শুরু থেকেই উত্তাল। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী ২৬ দলের জোট ইন্ডিয়ার সাংসদরা। প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর বিবৃতি দাবী জানিয়ে আসছে বিরোধীরা। কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এই নিয়ে কোন বিবৃতি দেন নি। মনিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে বিরোধীদল গুলি। ইতিমধ্যেই সেই অনাস্থা গৃহীত হয়েছে সংসদে। কেন্দ্রের অনড় মনোভাবের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে তুলেছে ইন্ডিয়া জোটের সাংসদরা। তাদের আন্দোলনের জেরে বাদল অধিবেশনের শুরু থেকেই দফায় দফায় উত্তাল সংসদ। বিরোধী সাংসদদের প্রতিবাদের জেরে শুক্রবারও মুলতুবি হয়ে যায় সংসদের দু কক্ষই। প্রথম ভাগে মুলতুবি হয়ে যায় লোকসভা। দুপুর ১২টা পর্যন্ত লোকসভা মুলতুবি ঘোষনা করা হয়েছিল। লোকসভা মুলতুবি হওয়ার পর, হট্টগোলের জেরে মুলতুবি হয়ে যায় রাজ্যসভাও। তবে রাজ্যসভা সারা দিনের জন্যই মুলতুবি ঘোষণা করা হয়। দুই কক্ষের মুলতুবি ছাড়া, শুক্রবারেও জারি রইল সংসদ চত্বরের ধর্না। মণিপুর ইস্যু এবং আপ সাংসদকে সাসপেন্ড, এই দুই কারোনে বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা ধর্নায় গত কয়েকদিন ধরে। পরে তাঁরা নিজেদের ধর্না কর্মসূচির সময় কিছুটা বদলেছেন, তবে ধর্না জারি রয়েছে। উল্লেখ্য, রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনার দাবি তুলে আজ জগদীপ ধনখড়ের সঙ্গে বাদানুবাদে জড়ান তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট