মুম্বইয়ে ‘INDIA’জোটের তৃতীয় বৈঠক, আগস্টের ২৫ ও ২৬ সম্ভাবনা


শুক্রবার,২৮/০৭/২০২৩
321

ক্রমশ ঝাঁজ বাড়ছে ‘ইন্ডিয়া’ জোটের। অল্পদিনের মধ্যেই বিজেপিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হয়েছে এই নতুন জোট। খোদ প্রধানমন্ত্রী এই জোট নিয়ে লাগাতার বেনজির আক্রমণ শুরু করেছেন। প্রতিপক্ষ থেকে যত আক্রমণ আসছে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা ততই তৎপরতা বাড়াচ্ছেন। INDIA- জোট একদিকে বাদল অধিবেশনে চাপে ফেলে দিয়েছে কেন্দ্রকে অন্যদিকে মনিপুরের উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে জোটের প্রতিনিধি দল। পাটনা, বেঙ্গালুরুর পর এবার মুম্বাইতে বসতে চলেছে INDIAজোটের তৃতীয় বৈঠক। আগস্টের ২৫ ও ২৬ তারিখ মুম্বইয়ে এই বৈঠক হ ওয়ার সম্ভাবনা।

তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তৃতীয় বৈঠকের আয়োজক মূলত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পাওয়ার শিবির ও শিবসেনার উদ্ভব শিবির। সূত্রের খবর, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে সম্ভাব্য এই তৃতীয় বৈঠকেও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও যাবেন মুম্বইয়ে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ জোটের শীর্ষ নেতা-নেত্রীরাও যোগ দিতে চলেছেন বৈঠকে। উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ হয়েছে ২৬ টি বিরোধী দল। কংগ্রেস, তৃণমূল, জেডিইউ, আরজেডি, আপ, , শিব সেনা, এনসিপি-সহ ২৬ টি দল হাতে হাত মিলিয়েছে। বেঙ্গালুরুর সভায় নামকরন হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া।মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, , মল্লিকার্জুন খাড়গে, অরবিন্দ কেজরিওয়ালরা গত ২ মাসে পাটনা ও বেঙ্গালুরুতে বৈঠক করেছেন। জোটের নামকরণ ইন্ডিয়া দেওয়ার পর থেকেই কেন্দ্রের নিশানায় বিরোধী জোট। প্রধানমন্ত্রী থেকে বিজেপি সাংসদরা সকলেই নামটি নিয়ে কটাক্ষ শুরু করেছেন। পরবর্তী পদক্ষেপের লক্ষ্যে ফের মুম্বইয়ে বৈঠকে বসতে চলেছেন বিরোধী জোটের নেতারা। লোকসভা নির্বাচনে রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা এই বৈঠকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট