ভারতের দার্জিলিং এ অবস্থিত এফএলএস শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল ২৭ জুলাই,২০২৩ আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠলো সিআইএসসি আঞ্চলিক ভলিবল টুর্নামেন্ট-২০২৩ এর। অনুষ্ঠানে অন্যন্য অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী বাইচুং ভুটিয়া;একজন ভারতীয় প্রাক্তন পেশাদার ফুটবলার এবং একজন স্ট্রাইকার হিসেবেও খেলেন। ভুটিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় ফুটবলের মশাল বাহক হিসাবে বিবেচনা করা হয়। ফুটবলে তাঁর শ্যুটিং দক্ষতার কারণে তাকে প্রায়ই সিকিমিজ স্নাইপার ডাকা হয়।যিনি ২০০৮ সালে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিসরুপ ভারতের চতুর্থ সবোর্চ্চ বেসামরিক পুরস্কার “পদ্মশ্রী” এবং২০১৪ সালে তৃতীয় সবোর্চ্চ বেসামরিক পুরস্কার “পদ্মবিভূষণ”পুরস্কারে ভূষিত হন। পশ্চিমবঙ্গের মোট ১৪ টি নামকরা স্কুল এই বৃহৎ ক্রীড়া উৎসবে যোগদান করেছে।এর মধ্যে রয়েছে এফএলএস, সপ্তর্ষী জ্ঞানপীঠ স্কুল;ক্যালিমপং,সেন্ট যোসেফ স্কুল;দার্জিলিং,শ্রী শ্রী একাডেমী কলকাতা সহ নানা দল।উৎসবের অন্যতম ব্যবস্থাপক,জনাব অরূপ কুমার দাশ ও ইনচার্জ ভারতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী,প্রফেক্টরিয়াল বডি অভ্র বড়ুয়া জানিয়েছেন ৩০০রও অধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিয়েছে।
সিআইএসসি আঞ্চলিক ভলিবল টুর্নামেন্ট-২০২৩
শুক্রবার,২৮/০৭/২০২৩
709