কারচুপির অভিযোগ তুলে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন


বুধবার,২৬/০৭/২০২৩
742

সোমনাথ গোপ:- পঞ্চায়েত ভোট পর্ব মিটে গেলেও পঞ্চায়েতে পাঙ্গা জারি পুরুলিয়ায়, ফল ঘোষণা পর থেকেই গননায় কারচুপি অভিযোগ তুলে জেলা জুড়ে সরব হয়েছিলো বিজেপি। ভোটের ফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে প্রথমে হাইকোর্টে মামলা করে জেলা বিজেপি, মামলাটি এখন আদালতে বিচারাধীন, তারপরে জেলার প্রতিটি ব্লক অফিসে একই অভিযোগ তুলে ডেপুটেশন দেয় জেলা বিজেপি নেতৃত্ব কিন্তু সেই ডেপুটেশনে বিডিও-দের জাবাবি উত্তরে সন্তুষ্ট না হয়েই নাকি আজ, পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে পাবলিক ইনফর্মেশন অফিসাররের কাছে পুরুলিয়া জেলা পরিষদের ৪৫টি আসনের বিজেপির প্রার্থীরা ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে গণনা কেন্দ্র ও স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ চেয়ে আবেদন করলো, আবেদন পর্বের শেষে সংবাদ মাধ্যমের কাছে দাবি জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গার, যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা, শোরগোল শুরু হয়েছে পুরুলিয়া জেলায়, এই অভিযোগ অবশ্য মানতে চায়নি পুরুলিয়া জেলা তৃণমূল, পাল্টা দাবি পুরুলিয়া জেলায় বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই প্রশাসনের বিরুদ্ধে এই কারচুপির মিথ্যা অভিযোগ তুলে মানুষকে ভুল বোঝাতে চাইছে, বুধবার দুপুরে পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে জেলা পরিষদের ৪৫ জন বিজেপির প্রার্থী আরটিআই-র মাধ্যমে লিখিত আবেদন করেন নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের ২৪ নম্বর আসনের প্রার্থী ও জেলা সভাপতি বিবেক রাঙ্গা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট