সোমনাথ গোপ:- পঞ্চায়েত ভোট পর্বে বিভিন্ন জায়গায় ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল আবারও ব্যালট পেপার ঘিরে রাজনৈতিক তরজা শোরগোল পুরুলিয়া জেলায়, জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে বিতর্কের সূত্রপাত যা বর্তমানে আদালত পর্যন্ত গড়িয়েছে, কয়েক দিন ধরে একটি বিতর্কিত ভাইরাল অডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে মোবাইলে মোবাইলে যার একপ্রান্তে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ও অন্য প্রান্তে নেপাল বাবুর কোনো ঘনিষ্ট রাজনৈতিক সহযোগী, ২ মিনিট ২ সেকেন্ডের অডিওতে পরিষ্কার শোনা যাচ্ছে যে “এখন একটা বুদ্ধি করতে হবে। কিছু ব্যালটকে বাইরে ফেলতে হবে অড জায়গায়। একটা লোক রাখবে। ও এসে বলবে ব্যালট পড়ে আছে বলে হইচই করবে। খবর হলেই সকলে দৌড়ে যাবে। ছবি উঠবে। তাহলেই হবে।” কথাগুলি বলেছেন নেপাল মাহাতো, যদিও
ভাইরাল সেই অডিয়োর সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে একটি ভিডিও প্রকাশ করে নেপাল বাবু দাবি করেছেন, অডিয়ো এডিটেড তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি বক্তব্য ছড়ানো হচ্ছে। যে ব্যালট ছাড়ানোর কথা বলা হচ্ছে সেরকম ব্যালট কোথাও উদ্ধার হয়নি, বিষয়টি নিয়ে তিনি আদালতে যাবেন, রাজ্যের শাসক দল তৃণমূল সরব হয়েছে বিষয়টি নিয়ে, অনেক তৃণমূল নেতা অডিও ক্লিপটি সমাজ মাধ্যমে পোস্ট করে বিরোধী রাজনৈতিক দল গুলিকে খোঁচা দিচ্ছে যে জেলার ব্যালট কান্ড বিরোধীদের চক্রান্ত, পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘অডিয়োতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটা নেপাল মাহাতোর কণ্ঠস্বর। স্পষ্ট তাঁকে ব্যালট পেপার ফেলে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে, এই ঘটনায় তদন্তের প্রয়োজন। তদন্ত হলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে।
নেপাল মাহাতোর একটি অডিয়ো ক্লিপ নিয়ে জোর তরজা পুরুলিয়ায়
মঙ্গলবার,২৫/০৭/২০২৩
1258