সোমনাথ গোপ:- পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলা জুড়ে ভরাডুবি হতেই, পঞ্চায়েত থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক স্তরে বড় রদবদল বিজেপির, পরিবর্তন করা হল ৪৭ জন মন্ডল সভাপতিকে। প্রাক্তন মণ্ডল সভাপতিদের অধিকাংশদের বর্ধিত জেলা কমিটিতে রাখা হয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় নিজেদের জমি অনেক খানি হারিয়েছে বিজেপি, এই হার জোর ধাক্কা দিয়েছে দলীয় সংগঠনে আর তারপরে সংগঠনে বড়সড় রদবদল আনল জেলা বিজেপি, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা ফেসবুকে একটি পোস্ট করে জেলার ৪৭জন মন্ডল সভাপতি পদে রদবদল ঘটানো হল বলে জানান। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় ভালো ফল করেছিল বিজেপি। জেলার লোকসভা আসন রয়েছে বিজেপির দখলে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ৯ টির মধ্যে ৬ টিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নিজেদের সেই সাফল্য ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেতা একাধিক গ্রাম পঞ্চায়েত এই নির্বাচনে হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই খারাপ ফলে রীতিমত হতাশ নীচু তলার বিজেপি কর্মী সমর্থকরা। তাই পাখির চোখ লোকসভা ভোট পঞ্চায়েত নির্বাচনে অনেক মণ্ডল সভাপতি কার্যকর ভূমিকা পালন করতে পারেনি তাই আগের বার জেতা পঞ্চায়েত বোর্ড গুলি হাতছাড়া হয়েছে ফলে ঝুঁকি নিতে নারাজ জেলা বিজেপি, কয়েক মাসের ব্যবধানে বছর ঘুরলেই লোকসভা ভোট পঞ্চায়েত ভোটে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির তাই এখন থেকেই সংগঠন শক্তিশালী করার উপর জোর দিয়েছে দল
আর সেই কারণে এই সভাপতি পরিবর্তন বলে জানা গেছে বিজেপির দলীয় সূত্রে। তবে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন পরাজয়ের ভয় পেয়েই এই রদবদল ঘটিয়েছে বিজেপি জেলার মানুষ ভোট দিলেও মানুষের জন্য কিছু করেনি বিজেপি তার জন্যই পরাজয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…