সোমনাথ গোপ:- পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলা জুড়ে ভরাডুবি হতেই, পঞ্চায়েত থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক স্তরে বড় রদবদল বিজেপির, পরিবর্তন করা হল ৪৭ জন মন্ডল সভাপতিকে। প্রাক্তন মণ্ডল সভাপতিদের অধিকাংশদের বর্ধিত জেলা কমিটিতে রাখা হয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় নিজেদের জমি অনেক খানি হারিয়েছে বিজেপি, এই হার জোর ধাক্কা দিয়েছে দলীয় সংগঠনে আর তারপরে সংগঠনে বড়সড় রদবদল আনল জেলা বিজেপি, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা ফেসবুকে একটি পোস্ট করে জেলার ৪৭জন মন্ডল সভাপতি পদে রদবদল ঘটানো হল বলে জানান। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় ভালো ফল করেছিল বিজেপি। জেলার লোকসভা আসন রয়েছে বিজেপির দখলে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে ৯ টির মধ্যে ৬ টিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নিজেদের সেই সাফল্য ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেতা একাধিক গ্রাম পঞ্চায়েত এই নির্বাচনে হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই খারাপ ফলে রীতিমত হতাশ নীচু তলার বিজেপি কর্মী সমর্থকরা। তাই পাখির চোখ লোকসভা ভোট পঞ্চায়েত নির্বাচনে অনেক মণ্ডল সভাপতি কার্যকর ভূমিকা পালন করতে পারেনি তাই আগের বার জেতা পঞ্চায়েত বোর্ড গুলি হাতছাড়া হয়েছে ফলে ঝুঁকি নিতে নারাজ জেলা বিজেপি, কয়েক মাসের ব্যবধানে বছর ঘুরলেই লোকসভা ভোট পঞ্চায়েত ভোটে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির তাই এখন থেকেই সংগঠন শক্তিশালী করার উপর জোর দিয়েছে দল
আর সেই কারণে এই সভাপতি পরিবর্তন বলে জানা গেছে বিজেপির দলীয় সূত্রে। তবে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন পরাজয়ের ভয় পেয়েই এই রদবদল ঘটিয়েছে বিজেপি জেলার মানুষ ভোট দিলেও মানুষের জন্য কিছু করেনি বিজেপি তার জন্যই পরাজয়।
২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…
পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…
আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…
১০ জানুয়ারি ২০২৫ এর বই মেলা উপলক্ষে বাজারে এসেছে কবি এ কে সরকার শাওনের প্রথম…
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমের আবহাওয়া রইবে বিশেষভাবে পরিবর্তনশীল। পার্বত্য অঞ্চল ও…
রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করল…