সোমনাথ গোপ:- একুশে জুলাই শহীদ দিবস তৃণমূলের আর এই একই দিনে একাধিক দাবিতে রাজ্য জুড়ে বিডিও অফিসে ডেপুটেশন বিজেপির। পাড়া ব্লক অফিসে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তারা, পাড়া ব্লকে বিজেপি বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরির নেতৃত্বে পাড়া ব্লক বিডিও অফিসে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি প্রদান করে পঞ্চায়েত নির্বাচনে খুন, ছাপ্পা, রিগিং, ভোট লুঠ সহ ব্যালট বক্স পাল্টানোর অভিযোগ তুলে,
ডেপুটেশন জমা দিয়ে বিজেপি বিজেপি বিধায়ক নাদিয়ার চাঁদ বাউরির বলেন, “রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটে বিভিন্ন রকমের ছাপ্পা ভোট লুট করেছে শাসকদল। সেই অভিযোগে আজ আমাদের দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে।” বিজেপির এই ডেপুটেশন নিয়ে জেলা তৃণমূল নেতা দীপক কুম্ভকার পাল্টা বলেন বিজেপি হেরে মানুষের থেকে সরে গিয়েছে তাই বিজেপির নেতারা মানুষকে ভুল বোঝাতে নাটক করছে।
বিজেপির পাড়া ব্লক অফিসে ডেপুটেশন
রবিবার,২৩/০৭/২০২৩
619