বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কলকাতায় আসতে শুরু করেছেন। সল্টলেক স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম সহ একাধিক ক্যাম্পে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গের অনেক জেলা থেকে ট্রেনে করে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে এসে পৌঁছান তৃণমূলের কর্মী সমর্থকরা। সেখান থেকে নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছে যান। গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল ক্যাম্প পরিদর্শন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। কোথায় কি ব্যবস্থা নিতে হবে দলের নেতৃত্বকে নির্দেশ দেন অভিষেক।
যারা একুশে জুলাই সমাবেশে যোগ দেওয়ার জন্য কলকাতায় এসে পৌঁছেছেন তাদের থাকার যাতে কোন অসুবিধা না হয় তা দেখতে বলেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের।
এদিকে ধর্মতলায় একুশে জুলাই এর মঞ্চ বাধার কাজটাই শেষ। শেষ পর্যায়ে তুলির টান দেয়া চলছে। বুধবার সন্ধ্যায় তৃণমূল নেতৃত্ব ঘুরে দেখেন মঞ্চের কাজ। পুলিশ কর্তারাও মঞ্চ বাধার কাজ ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোয়েল মঞ্চ পরিদর্শন করেন। ঐদিন ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ মোতায়েন সমস্ত কিছুই খতিয়ে দেখেন তিনি। একুশে জুলাই এর কি সামলাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার।
এদিকে বুধবার রাতের ট্রেনেও বিভিন্ন দূর-দূরান্তে জেলার তৃণমূলের কর্মীরা কলকাতায় এসে পৌঁছান। শিয়ালদা ও হাওড়া স্টেশনে বিশেষ ক্যাম্প খোলা হয়েছে। নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে সারারাত থেকে কর্মীদের যথাযথ ক্যাম্পে পৌঁছে দেওয়ার। ২১ জুলাই সভার চূড়ান্ত প্রস্তুতি এখন শহরে সর্বত্রই।
আজকালকার চিপসগুলোতে এমন পরিমাণ টেস্টিং সল্ট আর কৃত্রিম মশলা থাকে, যা খাওয়ার পর বড় মানুষেরই…
Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…
কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…
মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…
নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…
কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…