পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হতেই দলবদল তৃণমূল কংগ্রেসের


রবিবার,১৬/০৭/২০২৩
829

সোমনাথ গোপ:– পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই, শুরু হয়ে গেলো দলবদল করার পালা। পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের ধাদকা গ্রাম পঞ্চায়েতের পুনশ্যা সংসদের বিজেপির একমাত্র নির্বাচিত সদস্য রাজেশ সিং, আজ বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজিব লোচন সোরেন, পুরুলিয়া জেলা তৃণমূল সাধারন সম্পাদক জগদীশ মাহাতো, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঘুনাথ মাঝি’র হাতে তৃনমুল কংগ্রেসের ঝান্ডা তুলে নিয়ে দলে যোগদান করলেন, এই যোগদানের পর বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য রাজেশ সিং বলেন তার নির্বাচনী এলাকার মানুষের উন্নয়নের লক্ষে তার তৃনমুল কংগ্রেসে যোগদান। ১১টি আসনের ধাদকা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৫, সিপিআইএম ২, নির্দল ৩, ও বিজেপি ১টি আসনে জয়লাভ করে ফলে বিজেপির একমাত্র পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করার ফলে পঞ্চায়েত’টি বিজেপি শূন্য হলো, ও ১১ আসনের পঞ্চায়েতে ৫ টি আসন পাওয়া তৃণমূলে বিজেপি থেকে একজন সদস্য যোগদান করাই সংখ্যা গরিষ্ঠ লক্ষ্যমাত্রা পূরণ হলো তৃণমূলের। এই দলবদলের বিষয়ে ধাদকা অঞ্চল তৃণমূল সভাপতি অরুণ চন্দ্র সিং বলেন উন্নয়নের লক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে অনুপ্রানিত হয়েই বিজেপির পঞ্চায়েত সদস্য রাজেশ সিং তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট