ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রামনগরের বিজয় সাউ শারীরিক অসুস্থতায় কর্মরত অবস্থায় শহীদ হলেন জম্মু তে


শনিবার,১৫/০৭/২০২৩
768

ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রামনগরের বিজয় সাউ শারীরিক অসুস্থতায় শহীদ হলেন জম্মু তে। রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত মঙ্গলপুরে তার বাড়ি। বছর 43 এর যুবক বিজয় সাউ দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আজ মৃতদেহ ঘরে এসে পৌঁছায়। রামনগর এক নম্বর ব্লকের প্রাক্তন শিক্ষা কর্মাধক্ষ তথা বর্তমান পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী কৌশিক বারিকের তত্ত্বাবধানে আজকে কাজ সম্পন্ন হয়। ব কৌশিক বারিক সংবাদমাধ্যমকে জানান সেনাবাহিনীতে কর্মরত বিজয় সাউ খুবই ভালো ছেলে ছিল। মাথায় পড়ে চোট পেয়েছিলেন তিনি। জমিতে কর্মরত অবস্থায় অসুস্থ বোধ করেন। জম্মুর আর্মি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
তিনি বলেন আমরা শোকাহত পরিবারে পাশে আছি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রামনগর এলাকা জুড়ে।

সেনাবাহিনীর তরফ থেকে সম্মান প্রদর্শন করে রীতি নিয়ম মেনে দাহ করা হয়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। কিছুদিন আগে থেকেই শারীরিক অসুস্থতায় ছিলেন তিনি এমনটাই জানা যাচ্ছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট