দুই ২৪ পরগনায় আক্রান্ত তৃণমূল , অব্যাহত বিরোধীদের ষড়যন্ত্র


শনিবার,১৫/০৭/২০২৩
374

জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। ভাঙড় থেকে বাসন্তী,ক্যানিং থেকে দত্তপুকুর সর্বত্র বেপরোয়া আক্রমণে প্রাণ যাচ্ছে তৃণমূল কর্মীদের।বাম-কংগ্রেস-বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। প্রশাসন অশান্তি দমনের চেষ্টা করছে। প্রশ্ন উঠেছে, শান্তি বজায় রাখার দায় কি শুধু প্রশাসনেরই। বিরোধীদের কি শান্তি বজায় রাখার কোনও দায় নেই, উঠছে প্রশ্ন।

হামলা-১ ভাঙড়
ভাঙড়ে আবারও হিংসার বলি ১
মৃত্যু হল এক তৃণমূল কর্মীর
ভোটের আগের দিন আক্রান্ত হন ওই তৃণমূল কর্মী
রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়
ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত করা হয়
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন
শনিবার সকালে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর
মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মোসলেম
অভিযোগের তির আইএসএফের দিকে
আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ
আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের
ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ

হামলা-২ বাসন্তী
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ওই তৃণমূল কর্মী
বাসন্তীর ভরতগড়ে ওই তৃণমূল কর্মীর ওপর হামলা চলে
গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম শামিম সর্দার
আরএসপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ
হামলায় আরএসপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের
অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ

হামলা – ৩ ক্যানিং
ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন
ক্যানিংয়ের গাজিপাড়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়
নিহত ওই তৃণমূল কর্মীর নাম নান্টু গাজী
তৃণমূলের অভিযোগ আইএসএফের দিকে
তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

হামলা ৪ দত্তপুকুর
উত্তর ২৪ পরগনা দত্তপুকুরে তৃণমূল পার্টি অফিসে হামলা
একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন হামলা
তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ
বোমা ছোড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
ঘটনাস্থল থেকে উদ্ধারউদ্ধার ১ ব্যাগ বোমা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট