সোনিয়ার নৈশভোজে আমন্ত্রণ, উপস্থিত নাও থাকতে পারেন মমতা


শনিবার,১৫/০৭/২০২৩
423

১৭ এবং ১৮ তারিখ বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে তৃণমূল নেত্রী যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে একটা সংশয় ছিল। কয়েকদিন আগেই পায়ে অস্ত্রোপচার হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তবে ঘাসফুল শিবির সূত্রে খবর, পায়ে চোট নিয়েই বিরোধী বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এবারেও তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।বিরোধী জোটের বৈঠকের পর পরই রয়েছে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। দলের সবথেকে বড় কর্মসূচি। ২১ জুলাইয়ের মঞ্চে বিরোধী শিবিরের কোনও নেতৃত্বকে দেখা গেলেও যেতে পারে, এমনটাও রাজনৈতিক কারাবারিদের অনেকে মনে করছেন। তবে জানা গিয়েছে, বিরোধী বৈঠকে যোগ দিলেও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ডাকা নৈশভোজে মমতা ব্যানার্জি উপস্থিত নাও থাকতে পারেন।
সদ্য পঞ্চায়েত ভোট শেষ হয়েছে। যাতে গ্রাম বাংলার প্রায় সিংহভাগ আসনই নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের ফল নিঃসন্দেহে তৃণমূলকে লোকসভার লড়াইতে বাড়তি অক্সিজেন দেবে। এই অবস্থায় বিরোধী বৈঠকে উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট