ফের উত্তপ্ত নন্দীগ্রাম, আক্রান্তদের চিকিৎসা এসএসকেএম-এ
সিপিএমকে কড়া বার্তা অভিষেকের


শনিবার,১৫/০৭/২০২৩
351

আবারও নন্দীগ্রাম উত্তপ্ত। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে নন্দীগ্রামের মাটি ফের অগ্নিগর্ভ। পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর থেকে একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে। আক্রান্ত হয়েছেন বহু তৃণমূল কংগ্রেস কর্মী। শুভেন্দু অধিকারীর আশ্রিত সমাজবিরোধীরা লাগাতার আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 10,457 ভোটে পিছিয়ে পড়েছে সিপিএম। সেই আক্রোশে নন্দীগ্রামে শুভেন্দুবাহিনীর আচমকা তান্ডব। অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। আহতদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। শুক্রবার ঘরছাড়াদের ঘরে ফেরানো হয়। নন্দীগ্রাম এক নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের ঘর ছাড়াদের ঘরে ফেরাতে নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাছে বেঁধে মারে সোমা জানাকে। এদিন সোমা জানার বাড়িতে যান তৃণমূল নেতৃত্বে।

অভিযুক্তদের ধরার দাবিতে ধর্ণায় বসেন। তারপর টেঙ্গুয়া মোড়ে পার্টি অফিসে বৈঠক হয়। শুক্রবার এসএসকেএম হাসপাতালে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের দেখে বেরিয়ে আসার সময় বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করেন অভিষেক। রাজ্য জুড়ে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ। বিরোধী বাম কংগ্রেস ও বিজেপি জোটবদ্ধ ভাবে বাংলায় অশান্তির আবহ ছড়াচ্ছে। শুভেন্দু অধিকারীর নাম করে কড়া আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, যারা আক্রমণ করছেন তারা আদালতের রক্ষাকবচ নিয়ে বসে আছেন। তাদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিতে পারবে না। একের পর এক অপরাধ করে গেলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধে অভিযোগ তোলেন এই তৃণমূল নেতা। তিনি বলেন যারা অপরাধ করছে তারা রক্ষাকবচ পেয়ে যাচ্ছেন। আর তার বিরুদ্ধে ইডি, সিবিআই লাগানো হচ্ছে। রক্ষা কবচ চাইতে গেলে পাওয়া যায় না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট