শান্তিপুর গয়েশপুরের গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী আব্দুল শেখ বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর আজ তৃণমূলে যোগদান করলেন তিনি। যদিও শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলের যোগদান করেন আব্দুল সেখ, (ওরফে জব্বার সেখ)। সাথে ছিলেন তার কর্মী সমর্থকরা। যোগদান নিয়ে আব্দুল শেখ বলেন, তিনি ভোটে জেতার পর থেকেই ওই পঞ্চায়েতে অত্যাচারের শিকার হন তিনি, তার অনুগামীরাও বাড়ি ছাড়া ছিল। তার অভিযোগ, ওই পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত প্রধান তার অনুগামীদের দিয়ে তার উপর হামলা চালায়। এরপর থেকেই গত কাল থেকে গ্রাম ছাড়া ছিলেন। আজ বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করার পরে তিনি থানার দ্বারস্থ হন, কারণ গ্রামে ঢুকতে পারছেন না তিনি। এখন অনুগামীদের নিয়ে গ্রামের যাওয়ার জন্য চাইছেন প্রশাসনের সহযোগিতা
গ্রাম পঞ্চায়েতের সিপিএমের জয়ী প্রার্থীর তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান তৃণমূলে
শুক্রবার,১৪/০৭/২০২৩
332