জেলা পরিষদে ২০ তে ২০ তৃণমূল

রাজ্যের কুড়িটি জেলা পরিষদের ২০টিই তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে। জেলায় জেলায় দাপট অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির। বিরোধী শিবিরের জোটবদ্ধ ষড়যন্ত্রের পরও তৃণমূলের এই সাফল্য, দাবি শোভন দেব চট্টোপাধ্যায়ের। 18-র থেকে ভালো ফল করেও খুশি বিজেপি। ক্ষমতা অনুযায়ী ফলাফল হয়েছে, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার। জেলা পরিষদে ২০ তে ২০ তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দাপট রাজ্যের ২২ টি জেলাতেই। গত বিধানসভা নির্বাচনে যেসব জেলায় বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে দিয়েছিল সেখানেও এই পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার। আলিপুরদুয়ারে জেলা পরিষদের ১৮ তে ১৮ তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই জেলায় একটি আসনেও জিততে পারেনি তৃণমূল। কোচবিহার জেলায় জেলা পরিষদের ৩৪ টি আসনের মধ্যে তৃণমূল ৩২ আসনে জয়লাভ করেছে। দক্ষিণ দিনাজপুরে ২১ আসনের জেলা পরিষদে ২১টিই তৃণমূল দখল করেছে। জলপাইগুড়ি জেলাতেও তৃণমূলের দাপট অব্যাহত। এই জেলার ২৪ টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূলে দখলে গিয়েছে ২৪ টিই। মালদা জেলা পরিষদেও ৪৩ টির মধ্যে তৃণমূল ৩৪। মুর্শিদাবাদ জেলা পরিষদে ৭৮ আসনের মধ্যে ৭১ টি তৃণমূল দখল করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও একইভাবে দাপট দেখিয়েছে রাজ্যের শাসক দল। জঙ্গলমহলের জেলাগুলিতে গত বিধানসভা ভোটে বিজেপি ভালো ফল করেছিল। এবারের পঞ্চায়েত ভোটে ধরাশায়ী বিজেপি। পুরুলিয়া জেলায় ৪৫ টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪২টি তৃণমূলে র দখলে গিয়েছে। বাঁকুড়া জেলায় ৫৬ টির মধ্যে ৫৫ টিতে জয়ী তৃণমূল। পূর্ব মেদিনীপুরে ৭০ টির মধ্যে ৫৬ টি আসনে জয়ী তৃণমূল। ঝাড়গ্রাম জেলায় ১৯ টিতেই তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা জোটবদ্ধ হয়ে শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।
পঞ্চায়েত ভোটে ধরাশায়ী হওয়ার পরও বিজেপির দাবি ১৮-র থেকে ভালো ফল করেছে তারা। 24 শে দেখিয়ে দেওয়ার হুংকারও ছুড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজেদের শক্তি অনুযায়ী ফল হয়েছে, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
ভোট শতাংশে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে তৃণমূলের পক্ষে গিয়েছে 51.14% ভোট। বিরোধী দল বিজেপির ভোট শতাংশ ২২.৮৮। সিপিএম পেয়েছে ১২.৫৬ শতাংশ ও কংগ্রেস ৬.৪২ শতাংশ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম সহ রাজ্যের সব জেলাতেই ঘাসফুল বিরোধী শক্তিকে কোণঠাসা করেছে। এমনকি বিরোধী দলনেতার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেও এগিয়ে গিয়েছে তৃণমূল।

admin

Share
Published by
admin

Recent Posts

Barcode স্টিকার কিভাবে তৈরি করা হয় ?

Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…

12 hours ago

দক্ষিণেশ্বরের পর কালীঘাট! নববর্ষের প্রাক্কালে স্কাইওয়াক উপহার, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বার্তা — “ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার”

কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…

3 days ago

নিজের রাজ্যেই উদ্বাস্তু! মুর্শিদাবাদের ভয়াবহ ঘটনায় নিঃস্ব একাধিক পরিবার

মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…

3 days ago

নববর্ষের সকালে পথে শুভেন্দু, চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রা

নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…

3 days ago

“আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না” — কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…

3 days ago

মুর্শিদাবাদের পর ভাঙড়েও অশান্তির আগুন, গ্রেফতার ৮ জন

ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…

3 days ago