জিতেই তৃণমূলে যোগ সিপিএম প্রার্থীর


মঙ্গলবার,১১/০৭/২০২৩
692

কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলের যোগদান। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাসদা ২৩ ভোটের সিপিএমের হয়ে জয় লাভ করে। এরপরই মোট ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জয়লাভ করেছিল, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয় লাভ করে। আর গননা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলের যোগদান করেছেন বলে জানান সংবাদ মাধ্যমকে। তিনি এ প্রসঙ্গে বলেন আগে আমি তৃণমূলটাই করতাম কিছু রাগের কারণে সিপিএম এ যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান এমন বামেদের দাবি হলেও, দাবি মানতে চাইনি শাসক দল। এরপরই শাসক দলের সন্ত্রাসের অভিযোগ তুলে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত বামেদের আসনে কালনা এক নম্বর ব্লকের কাউন্টিং বয়কট করে সিপিএম নেতৃত্ব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট