বিদায়ী সভাধিপতির ভিডিও ভাইরাল ঘিরে রাজনৈতিক তরজা পুরুলিয়ায়


মঙ্গলবার,১১/০৭/২০২৩
691

সোমনাথ গোপ: জেলার পুঞ্চার একটি ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ ২৮ নাম্বার আসনের প্রার্থী তথা বিদায়ী সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়ের পোলিং অফিসারকে হুমকি দেন। “৫০ টা ভোট আমার ছেলেগুলো দেবে, আপনি চুপচাপ থাকুন” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও আমাদের পক্ষে সেই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে বিদায়ী সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় দাবি করেন ভিডিওটা বিরোধীদের এডিটিং করা আমি ভোটের সময় পেরিয়ে যায় বলে ভোট দিতে পারেনি এমন ভোটারদের ভোট দিতে দেওয়ার ব্যাবস্থা করতে বলেছিলাম পোলিং অফিসারকে। দরকার পড়লে বিরোধীরা পুনরায় নির্বাচনের দাবি করতে পারে। পাল্টা সুজয় বাবু আরেকটি ভিডিও পোস্ট করে দাবি করেন বুথের বাইরের যেখানে ভোটাররা উনাকে ভোট দিতে না পারার কথা বলছেন। অবশ্য ভাইরাল ভিডিওটি কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলা জুড়ে বিরোধী দলগুলি বিজেপি, সি.পি.এম এবং কংগ্রেসের সব দলই ছাপ্পা ভোটের অভিযোগ করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট