এ কে সরকার শাওন
জন্মদিনের শুভ লগ্নে
মা মনির বিদায় ক্ষণে।
অন্তরে অতুষ্টি বিকৃষ্ট বৃষ্টি
বিষজ্বালা সবার মনে।
দুঃখ ঢেকে পরিপাটি পোষাকে
আলো ছড়ায় চাঁদমুখে।
অন্তরে রোদন বিমূর্ত ক্রন্দন
দুঃখের উত্তাপ বুকে!
অঝোর ধারায় ভারী বর্ষায়
পথ ঘাট টুইটুম্বর।
সর্পিল বাঁকা রাস্তা ফাঁকা
রাতের প্রথম প্রহর!
সেই ক্ষণে বিষণ্ণ মনে
মা মনি প্রস্তুত সফরে।
যাবে সুদূরে ভুবনেশ্বরে
ছাত্রত্বের নিরস খাতিরে!
দৃঢ় মনোবল চোখ ছলছল
হাসির রেখা ঠোঁটে।
অন্তর অচল তবু অবিচল
সন্মুখে চলছে ডাটে!
বাবা-মা পরিজন বন্ধু-স্বজন
সাথে চলছে তার।
শত শর বিঁধেছে পরপর
শোকার্ত অন্তর অসাড়!
বিদায় লগ্নে রেল ষ্টেশনে
বাবার মতই বুঝায়।
“অবুঝের মত হয়ো না বাপি,
দোয়া করো আমায়!”
বাবা মায়ের দোয়া খায়ের
তোমার জন্য বাপি।
মানুষ হও আলো ছড়াও
ঘুচাও যাবৎ তাপী!
হাত নেড়ে জানায় বিদায়
অন্তরাত্মা নড়বড়ে!
চাঁদমুখে আমাবস্যা নামে
বৃষ্টি নামে চোখ জুড়ে!
বৃষ্টি বারি অশ্রুতে মিলায়
ট্রেন মিলায় সুদুরে।
অন্তরে বর্ষায় অঝোর ধারায়
বিবর্ণ বৃষ্টি দু’ধারে।
কবিতাঃ বৃষ্টি বিলাপ
কাব্যগ্রন্থঃ বাঁশীওয়ালা
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ ভিলা, উত্তরখান, ঢাকা।
বাবা-মা'র স্বপ্ন, স্বজনের রত্ন,স্বর্গীয় অনন্য উপহার!ভাইয়ের আদরের বোনের স্নেহেরপ্রমি সবার অহংকার! ক'দিন আগের ফুটফুটে শিশুআজ…
প্রতিদিনের ব্যস্ত জীবনে শহরজুড়ে যে শব্দটা প্রায়ই আমাদের কানে বাজে, তা হলো “দুর্ঘটনা”। চারপাশে যখনই…
বাচ্চাদের ডাব খাওয়া: স্বাস্থ্য ও সতেজতার প্রাকৃতিক উপায় বাংলার গ্রীষ্ম মানেই রোদের তেজ, ঘাম আর…
২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…
পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…
আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…