নির্দলদের হয়ে প্রচার সভা, আদিবাসী কুড়মি সমাজের


বৃহস্পতিবার,০৬/০৭/২০২৩
1041

নির্দল প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার সভা আদিবাসী কুড়মি সমাজের সাঁওতালডিহি তাপ বিদ্যুৎ কেন্দ্র টাউনশিপের ১ নাম্বার গেটে। সভায় উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মন্তা অজিত প্রাসাদ মাহাতো সহ অন্যান্যরা এদিন সন্ধ্যা বেলায় এলাকার আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীদের হয়ে সভায় রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন, মূল বক্তা অজিত প্রসাদ মাহাতো। এবারের পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে এই আদিবাসী কুড়মি সমাজ, জেলা জুড়ে অনেক নির্দল প্রার্থীদের সমর্থন করেছে সংগঠনটি তাদের মধ্যে মাহাতো সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়য়ের প্রার্থীও রয়েছে তাই জেলা জুড়ে কুড়মি সমাজের ভোট এবার ক্রমেই এক্স ফ্যাক্টর হয়ে উঠছে রাজনৈতিক দল গুলির ভাগে যদি কুড়মি সম্প্রদায়য়ের ভোটারা মুখ ফেরাই তাহলে অনেক পঞ্চায়েত আসন ত্রিশঙ্কু হওয়ার আশংকা আছে বলে জোর চর্চা জেলার ভোট ময়দানে, রাজ্য ও কেন্দ্র শাসক বিরোধী এই হাওয়ায় কিছুটা ভোট তৃণমূল ও বিজেপির হাতছাড়া হতে পারে বলে মত জেলার রাজনৈতিক মহলের। আদিবাসী কুড়মি সমাজের মূল মন্তা অজিত প্রাসাদ মাহাতো সাভার শেষে সাংবাদিকদের বলেন কুড়মিদের সব রাজনৈতিক দল ভোটার হিসাবে ব্যাবহার করলেও পাশে থাকেনি তাই আমরা নির্দল প্রার্থীদের সমর্থন করছি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট