এই পৃথিবীর প্রতিটি মানুষই ব্যক্তি বিশেষে আলাদা। একজন মানুষকে বাইরে থেকে দেখে বা মেলামেশা করেও বোঝা যায় না আসলে সে কেমন। আবার মানুষের মনে প্রতিনিয়ত কি ঘটছে তা-ও সরাসরি বোঝার উপায় নেই। তবে মানুষের কিছু আচার-আচরণে বোঝা যায়, সে কেমন মানুষ।
কিন্তু মানুষ চিনতে যদি আপনি শুধুমাত্র তার আচরণের ওপর নির্ভর করেন, তাহলে যেকোনো সময় পড়তে পারেন মহাবিপদে। শুধু আচরণ নয়, মানুষের বসার ধরনও কিন্তু বলে দেয় তার ব্যক্তিত্ব কেমন। সাইকোলোজিক্যাল ফ্যাক্ট বলছে, কারও বসার ভঙ্গি থেকে সহজেই বোঝা সম্ভব মানুষের ব্যক্তিত্ব।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে এ বিষয়ে বিস্তারিত তথ্য ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য তুলে ধরা হলো-
হাঁটু একসঙ্গে, কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব
যারা হাঁটু একসঙ্গে, কিন্তু পায়ের দুই পাতায় দূরত্ব রেখে বসেন তারা চিন্তাহীন হয়ে থাকেন। এ কারণে কঠিন সময়েও তিনি স্বাভাবিক হয়েই থাকতে পারেন। এ ধরনের মানুষ সাধারণত পরিকল্পনাহীন জীবনযাপনে অভ্যস্ত।
পায়ের ওপর পা তুলে বসা
যদি কাউকে পায়ের ওপর পা তুলে বসতে দেখেন, তবে তিনি বেশ উচ্চাকাঙ্ক্ষী। হাসিখুশি হয়ে জীবন কাটানোতেই প্রাধান্য দেন তিনি।
হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে বসা
যারা হাঁটু ফাঁক করে পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা সহজে কাউকে বিশ্বাস করেন না। তবে কথা বলতে পছন্দ করেন। সময়ের অপচয় করে এমন মানুষ তাদের অপছন্দ।
হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে বসা
যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে বসেন, তারা নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করেন। এরা বেশ ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকেন।
হাঁটু ও পায়ের পাতা একসঙ্গে করে একটু হেলিয়ে বসা
যারা হাঁটু এবং পায়ের পাতা একসঙ্গে করে সোজা হয়ে একটু হেলিয়ে বসেন, তারা জীবনে কাজে বেশি মনোযোগী। স্পষ্টভাষী হওয়ার পাশাপাশি এরা বেশ উচ্চাকাঙ্ক্ষীও হয়ে থাকেন।
পিঠ সোজা করে বসা
যারা একেবারে পিঠ সোজা করে বসেন, তারা লক্ষ্যের প্রতি খুবই আত্মবিশ্বাসী এবং দৃঢ় সংকল্প হয়। এদের ভরসা করা যায় এবং এরা উপকারী। নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এবং ন্যায়পরায়ণাতে বিশ্বাস করেন।
হেলান দিয়ে বসা
হেলান দিয়ে বসতে যারা পছন্দ করেন-এই বসার ধরনটি আপাতদৃষ্টিতে কুল মনে হলেও এরা বেশ সংবেদনশীল। এরা অন্যের চরিত্র বিশ্লেষণ করতে ভালোবাসেন এবং সাধারণত উদাসীন থাকেন।
সামনের দিকে ঝুঁকে বসা
এরা কমবেশি সব বিষয়েই উৎসাহ রাখেন। নতুন লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন এবং তাদের মন জয় করতে চান।
দুই পা একসঙ্গে করে বসা
এদের এক কথায় ‘পারফেকশানিস্ট’ বলা যায়। বাইরে থেকে দেখে কড়া মনে হলেও, এরা আসলে সচেতন, দয়ালু ও সুবিবেচনাপূর্ণ।
পায়ের পাতা ক্রস করে বসা
এরা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পছন্দ করেন। যেকোনো বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য রাখেন।
পা ক্রস করে বসেন যারা
এই ভঙ্গিতে যারা বসেন তারা নিজেদেরকে অন্যের কাছে খুব একটা আত্মপ্রকাশ করেন না। এদের দেখে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হলেও, আসলে এরা ভনিতা করেন।
বুকের কাছে হাত জড়ো করে রাখা অবস্থায় বসা
এরা যথেষ্ট বলিষ্ঠ একটি চরিত্র। এরা চুপচাপ এবং গম্ভীর থাকতে ভালোবাসেন। নিজেকে এক্সপ্রেস করতেও এদের সময় লাগে।
সুত্রঃ dainikamadershomoy
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…