পাটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন রাহুল গান্ধী , বাংলায় বিজেপির হাতে তামাক খাচ্ছেন অধীর চৌধুরী। অভিযোগ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মালদার সুজাপুরে নির্বাচনী জনসভায় কংগ্রেস সিপিএম ও বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন রাজ্যের বিভিন্ন এলাকায় গোপন বোঝাপড়া করেছে এই তিন বিরোধী দল। বহু জায়গায় যেখানে সিপিএম প্রার্থী দিয়েছে সেখানে বিজেপি ও কংগ্রেস প্রার্থী দেয়নি। আবার কোথাও বিজেপি প্রার্থী দিয়েছে সেখানে সিপিএম ও কংগ্রেস প্রার্থী দেয়নি। এইভাবে গোপন বোঝাপড়া করে এই তিন দল একসঙ্গে লড়াই করছে জোট বেঁধে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় এক সুর শোনা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, পাটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের কথা বলছেন। আর পশ্চিমবঙ্গে সেই রাহুল গান্ধীর দলের নেতা অধীর চৌধুরী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলেছেন। এরাজ্যের কংগ্রেস ও সিপিএম কখনোই বিজেপির বিরুদ্ধে কথা বলে না। অধীর চৌধুরী শুভেন্দু অধিকারী মহম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা এক সুরে কথা বলেন। এদের প্রধান শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় বলেন, বিরোধীরা যতই জোটবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে একজোট হোক না কেন সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। বাংলায় এমন কোন পরিবার নেই যে পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোন না কোন পরিষেবা পাচ্ছেন না। সাধারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আর এ রাজ্যের বিজেপি সাংসদ বিধায়করা, দিল্লিতে গিয়ে কিভাবে বাংলার পাওনা টাকা আটকে রাখা যায় তার ষড়যন্ত্র করছেন। বাংলার বকেয়া টাকা আনার বিষয়ে কখনো সোচ্চার হয় না সিপিএম ও কংগ্রেস। বিজেপি পরিচালিত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলার টাকা আটকে রাখলেও কংগ্রেস ও সিপিএম নিরব রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সিপিএম ও কংগ্রেস বিজেপির সঙ্গে তামাক খাচ্ছে। পঞ্চায়েত ভোটে বিরোধীদের সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন রাখেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসের হয়ে যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই সাধারণ মানুষের মনোনীত প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য যে সব পরিষেবা চালু রয়েছে তার গতি আরো বাড়বে। এদিনের নির্বাচনী জনসভা থেকে আগামী ২৪ শে লোকসভা নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার আবেদন রাখেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন চব্বিশে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার থাকবে না আর। যেভাবে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নি মূল্য হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের হাত ধরে তাতে করে সাধারণ মানুষ এই সরকারকে আর রাখবে না। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে থাকলে সাধারণ মানুষের দুর্বিষহ পরিস্থিতি হবে। মালদা নির্বাচনী জনসভাযজনসভা জনস্রোতে পরিণত হয়েছিল। সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…
কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…