বাকি বাহিনী না এলে ভোট-ভবিষ্যৎ কী ?


রবিবার,০২/০৭/২০২৩
823

কমিশন সূত্রে খবর, পরিকল্পনা প্রস্তুত

এক দফাতেই ভোট করাতে প্রস্তুত কমিশন

নির্দিষ্ট দিনেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চূড়ান্ত

যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রাজ্যের হাতে আসবে তার সঙ্গে রাজ্য পুলিশ এবং স্পেশালাইজড ফোর্সকে ব্যবহার করতে চাই রাজ্য নির্বাচন কমিশন। অতি স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের স্পেশালাইজ ফোর্সকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, দিনহাটা, ভাঙ্গর, ক্যানিং, ডোমকলের মতো অতি স্পর্শকাতর এলাকা কমিশনের আতশ কাঁচে থাকছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাহিনী বন্টন অনুযায়ী সব জেলাতেই থাকছে সেন্ট্রাল ফোর্স।

কমিশনের হিসাব:
৬৫ হাজার পুলিশ বিভিন্ন জেলাতে থাকছে

স্টেট স্পেশালাইজড ফোর্স রাজ্য দিচ্ছে

বুথ ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হবে

কেন্দ্রের পাঠানো বাহিনীর উপর তা ভাগ হবে

এই মুহূর্তে বাহিনীর মূল কাজ নাকা চেকিং

এছাড়াও এরিয়া ডমিনেশন, সীমান্তে নজরদারি

সেই সঙ্গে অন্তঃরাজ্য চেক পয়েন্টে নিরাপত্তা রক্ষা
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, দু-চার দিনের মধ্যেই ৩১৫ কোম্পানির মধ্যে বাকি যা রয়েছে সেই বাহিনী চলে আসবে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি-না, সেই প্রশ্নের উত্তরে অবশ্য নীরব রাজ্য নির্বাচন কমিশনার। ভোট ঘোষণা হওয়ার পর থেকে ১,৩০০ অভিযোগ জমা পড়েছিল কমিশনের দফতরে। যার মধ্যে ১,২০৬টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট