পঞ্চায়েত ভোট আগামী ৮ জুলাই। নির্বাচন হওয়ার আগেই বিজয় উৎসব ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। প্রতি বছর কলকাতার ধর্মতলায় শহিদ দিবস উদযাপন করে তৃণমূল। সেদিন ধর্মতলায় বিশাল সমাবেশ হয়। এবার এই সমাবেশ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এবার পঞ্চায়েত ভোটের পরেই হবে সেই সমাবেশ। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তারপরে ১১ জুলাই ভোটের ফলাফল ঘোষণা। শহিদ দিবস নিয়ে এবার আগে থেকেই বড় ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোট হওয়ার আগেই শহিদ দিবসের দিন বিজয় উৎসব পালনের কথা ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই বিজয় দিবস পালনের কথা বলা হয়েছে। দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে লেখা হয়েছে, ওইদিন দুপুর ১২টায় ধর্মতলায় বিজয় উৎসব পালন করবে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগেই বিজয় উৎসবরে ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটে হওয়ার আগেই নিজেদের জয় নিশ্চিত মনে করছে শাসক দল। তৃণমূলের প্রত্যাশা, রাজ্যের সবকটা জেলা পরিষদে জিতবে দল। পঞ্চায়েতের সিংহভাগ আসনে দলের প্রার্থীরাই জিতবে। আর সেই নিশ্চিত জয়লাভের দাবি থেকেই ২১ জুলাই বিজয় উৎসব ঘোষণা করে দিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলায় বড় করে বিজয় দিবস ঘোষণা করে ছবি দেওয়া হয়েছে।
নির্বাচন হওয়ার আগেই ঘোষণা তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবসই হবে বিজয় উৎসব
বৃহস্পতিবার,২৯/০৬/২০২৩
523