মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের রাজধানী পাটনা পৌঁছেছেন। আগামীকাল মহাজোটের বৈঠকে যোগ দেবেন। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের আহব্বানে এই বিরোধী জোটের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের থাকার কথা। উপস্থিত থাকবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বৈঠকে যোগ দেবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। উত্তরপ্রদেশে প্রধান বিরোধী নেতা অখিলেশ যাদব থাকবেন বৈঠকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৈঠকে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপে এই বৈঠকের আহ্বানে এই বৈঠকে আহ্বান করেছেন বিহারের মুখ্যমন্ত্রীর নির্দেশ কুমার। দেশের সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে থাকার কথা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে যোগ দেবেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিজেপিকে সপ্ত চ্যালেঞ্জ করে দিতে বিরোধী ঐক্য গড়ে উঠতে চলেছে। বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পাটনা পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনা পৌঁছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে যান মমতা। লালু প্রসাদ যাদবের স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী ও লালুপুত্র তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে তাদের জন্য নিয়ে গিয়েছিলেন উপহার। অন্যদিকে রাবড়ি দেবী মমতার হাতে তুলে দেন উপহার।
মহাজোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুক্রবার,২৩/০৬/২০২৩
776