মহাজোটের মহা-বৈঠক। জাতীয় রাজনীতিতে আজ এক তাৎপর্যপূর্ণ দিন। বিজেপির বিরুদ্ধে শক্তিশালী ফ্রন্ট গড়ে ওঠার গুরুত্বপূর্ণ দিন। ঐক্যবদ্ধ হতে চলেছে বিরোধী শিবির। থাকছে না কোন ভেদাভেদ। দিল্লির আম আদমি পার্টিও যেমন বৈঠকে থাকছে তেমনি থাকছে কংগ্রেসও। আবার এ রাজ্যের তৃণমূল কংগ্রেস যেমন থাকছে বৈঠকে থাকছে সিপিএমের শীর্ষ নেতারাও। বিজেপি বিরোধী শিবিরের সব অনৈক্য ভুলে একজোট হচ্ছে সকলেই। লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই। আগামী বছরের লোকসভা ভোটে দিল্লির মসনদ থেকে ক্ষমতাচ্যুত করতে হবে নরেন্দ্র মোদি সরকারকে। আর তার সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আজকের বৈঠক থেকে গড়ে উঠবে ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি। যে কর্মসূচি গড়ে উঠবে নরেন্দ্র মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে। গড়ে উঠবে নরেন্দ্র মোদি সরকারের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে। গড়ে উঠবে সংবিধানকে কুক্ষিগত করার প্রক্রিয়ার বিরুদ্ধে। ভরে উঠবে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে। বিরোধীরা ঐক্যবদ্ধ হতে চলেছে দিল্লিতে গায়ের জোরে অর্ডিন্যান্স জারির বিরুদ্ধে। বিরোধী নেতারা শপথ নিতে চলেছে প্রতিটি রাজ্যে ঐক্যবদ্ধভাবে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলার। যে আন্দোলন ২৪ এর লোকসভা ভোটে বিজেপিকে কাঁপিয়ে দিতে সক্ষম হবে। তাই সবেরাভেদ ফুলে এক ছাতার তলায় বিরোধী সব শক্তি।
মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের রাজধানী পাটনা পৌঁছেছেন। আগামীকাল মহাজোটের বৈঠকে যোগ দেবেন। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের আহব্বানে এই বিরোধী জোটের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের থাকার কথা। উপস্থিত থাকবেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বৈঠকে যোগ দেবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। উত্তরপ্রদেশে প্রধান বিরোধী নেতা অখিলেশ যাদব থাকবেন বৈঠকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৈঠকে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপে এই বৈঠকের আহ্বানে এই বৈঠকে আহ্বান করেছেন বিহারের মুখ্যমন্ত্রীর নির্দেশ কুমার। দেশের সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে থাকার কথা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে যোগ দেবেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিজেপিকে সপ্ত চ্যালেঞ্জ করে দিতে বিরোধী ঐক্য গড়ে উঠতে চলেছে। বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পাটনা পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনা পৌঁছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতে যান মমতা। লালু প্রসাদ যাদবের স্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী ও লালুপুত্র তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে তাদের জন্য নিয়ে গিয়েছিলেন উপহার। অন্যদিকে রাবড়ি দেবী মমতার হাতে তুলে দেন উপহার।