ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ক্ষতিগ্রস্ত মানুষদের সেবা কাজে ভারত সেবাশ্রম


রবিবার,১৮/০৬/২০২৩
1352

গুজরাটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সেবা কার্য শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। দেশের পশ্চিম উপকূলবর্তী এলাকায় ‘বিপর্যয়’ ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়েছেন বহু মানুষ ও পরিবার। গুজরাটের দ্বারকা এবং সোমনাথ সহ আশপাশের ভারত সেবাশ্রম সংঘের শাখা গুলির পক্ষ থেকে এইসব ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সেবা কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, স্বামী শ্যামানন্দ মহারাজের নেতৃত্বে এই সেবা কাজ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রমের বিভিন্ন বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শুকনো খাবার, জামাকাপড়, পানীয় জল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিপর্যস্ত মানুষদের সরবরাহ করা হচ্ছে। উপকূলবর্তী এলাকার নিকটবর্তী সংঘের আশ্রমের বিদ্যালয় কক্ষে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট