তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের


বৃহস্পতিবার,১৫/০৬/২০২৩
403

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কোহেতপুর গ্রামে তৃণমূলের পার্টি অফিস দখল কংগ্রেসের। বদলে গেল পার্টি অফিসে দলীয় পতাকা।তৃণমূলের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠেছে।তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েই বদলে দেওয়া হলো পার্টি অফিস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কোহেতপুর গ্রামের তৃণমূলের পার্টি অফিস বদলে হয়ে গেলো কংগ্রেসের পার্টি অফিস। খুলে ফেলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। মুছে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকায়। বুধবার সকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর শেখ। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই দেখা যায় ফাইনাল তালিকায় জাহাঙ্গীরের বদলে অন্য একজনকে টিকিট দেওয়া হয়েছে। আর যা নিয়েই কার্যত তীব্র ক্ষোভ ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা দেন প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর শেখ। বৃহস্পতিবার সকালেই কার্যত কোহেতপুর গ্রামে থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে পতাকা সহ যাবতীয় ফ্লেক্স বের করে দেওয়া হয়। ছিড়ে ফেলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুনও। মুছে দেওয়া হয় দেওয়াল লিখন। তৃণমূলের যাবতীয় পতাকা সরিয়ে কংগ্রেসের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান তোলেন স্থানীয়রা। এদিকে তৃণমূল কংগ্রেসে টিকিট না পাওয়ায় বৃহস্পতিবার কংগ্রেসের হয়ে বিডিও অফিসে মনোনয়ন জমা করার কথা ঘোষণা করেছেন প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর শেখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট