কমিশনে আস্থা হাই কোর্টের, ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী


মঙ্গলবার,১৩/০৬/২০২৩
340

পঞ্চায়েত ভোট-মামলায় রায়দান করল কলকাতা হাইকোর্ট। মনোনয়নের সময়সীমা বাড়ানো হল না আদালতের রায়ে। কমিশনের নির্ধারিত দিনেই হবে পঞ্চায়েত ভোট। কমিশনের ওপর আস্থা হাইকোর্টের।দিন বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।কমিশনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। গত ৮ জুন বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। মনোনয়নের দিন স্থির হয় ৯-১৫ জুন। কিন্তু তার পরদিনই ভোটের বিজ্ঞপ্তি নিয়ে একাধিক আপত্তি তুলে কলকাতা হাই কোর্টে আলাদা আলাদা মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। শনিবার ছিল প্রথম শুনানি। সোমবার এই মামলার দ্বিতীয় এবং শেষ শুনানি হলেও রায়দান স্থগিত ছিল। মঙ্গলবার রায়দান করে হাই কোর্ট। পঞ্চায়েত ভোট-মামলায় হাইকোর্টের রায়ে নির্বাচনী নির্ঘন্ট কোন পরিবর্তন ঘটল না। তবে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি।


চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট