এবার বিড়াল উদ্ধারে কলকাতা পুলিশ


মঙ্গলবার,১৩/০৬/২০২৩
3630

৮ জুন সকালে মানিকতলা থানার অ্যাডিশনাল ওসি ইনস্পেকটর অরিন্দম পান্ডাকে ফোন করেন স্থানীয় বাসিন্দা এক ভদ্রমহিলা। জানান, জল ভর্তি কুয়োয় পড়ে গিয়েছে একটি পোষা বিড়াল, সত্বর উদ্ধার না করতে পারলে প্রাণে বাঁচানো যাবে না। অরিন্দম এবং মানিকতলা থানার ওসি ইনস্পেকটর মৃণালকান্তি মুখার্জির পশুপ্রেমের কথা যেহেতু এলাকায় মোটামুটি সর্বজনবিদিত, সেহেতু মহিলা জানতেন, থানায় খবর দিলে কাজ হবে দ্রুত। হলও তাই। খবর পেয়েই কাজে লেগে পড়লেন অরিন্দম, সহায়তায় দুই সিভিক ভলান্টিয়ার উৎপল মণ্ডল ও দেবাশিস সাহা। দড়ির সাহায্যে টইটুম্বুর কুয়ো থেকে উদ্ধার হল ভয়ে দিশাহারা বিড়াল, আপনাদের জন্য রইল ছবি।

তথ্য ও ছবি সৌজন্য : কলকাতা পুলিশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট