পঞ্চায়েত ভোটের জন্য কী প্রস্তুত রাজ্য বিজেপি?রাজ্যের প্রত্যেকটি বুথে বিজেপি কি পারবে প্রার্থী দিতে? সাংগঠনিক দুর্বলতা ধামাচাপা দিতেই কি পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর ধোঁয়া তোলা? এরই মধ্যে বিজেপি নেতা রাহুল সিনহার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “প্রয়োজনে ভোট পিছিয়ে দেওয়া হোক।”
রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। জেলায় জেলায় চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় জেলায় উৎসবের মেজাজে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এরই মধ্যে বিজেপির তরফ থেকে আদালত থেকে রাজভবন -শুরু হয়েছে সফর। ভোট ঘোষণার পর দিনই শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি-কংগ্রেস। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়ানোর দাবি জানাই তারা। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ও অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ারও দাবি তাদের। শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল রাজ্যপালের দ্বারস্থ হন। বলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যে পঞ্চায়েত ভোট অসম্ভব। মনোনয়নপত্র জমা প্রক্রিয়ায় শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তিনি। এমনও অভিযোগ করেছেন, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ভয়ের আবহে। পুলিশের দেখা মিলছে না। দল কি প্রার্থী খুঁজে পাচ্ছে না তাই শুরু থেকেই সন্ত্রাসের অভিযোগ? অন্য সুর সুকান্তর গলায়। মনোনয়নের প্রথম দিনে রেকর্ড সংখ্যক দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দাবি বিজেপি রাজ্য সভাপতির।
সত্যিই কি পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত রাজ্য বিজেপি? রাজ্যের প্রত্যেকটি বুথে বিজেপি কি পারবে প্রার্থী দিতে? দলের বেহাল দশার কারণেই কি শুরু থেকেই আদালত-রাজভবন সফর শুরু বিজেপির। শুরু থেকেই সন্ত্রাসের ধোঁয়া তোলা? দলের অন্যতম নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার গলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য, প্রয়োজনে ভোট পিছিয়ে দেওয়া হোক।

গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বেশ কয়েকটি বিধানসভার উপনির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। পুরভোটেও বিজেপির সাংগঠনিক কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মত, হঠাৎ করে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় যথেষ্টই বেকায়দায় পড়েছে রাজ্যের গেরুয়া শিবির। মুখ রক্ষায় এখন ভরসা সন্ত্রাস ইস্যু!
Ghar Soaps Sandalwood & Saffron Magic Soaps For Bath (300 Gms Pack Of 3) | Paraben Free | Chandan & Kesar Bath Soap | Handmade Soaps For Glowing | Skin Brightening Soap For Men & Women
Now retrieving the price.
(as of বুধবার,০২/০৪/২০২৫ ১৫:২৮ GMT +05:30 - More info)