অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচির ৪৫ তম দিনে উত্তর ২৪ পরগনায় একাধিক সভা হল।কাঁচরাপাড়া কাঁপা মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। অভিষেকের প্রথম রোড শো হয় গাইঘাটা বিধানসভা এলাকায়। বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া এলাকায় জনসংযোগ করেন অভিষেক। এদিনের কর্মসূচি নিয়ে আপ্লুত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সোস্যাল মাধ্যমে তিনি লিখেছেন, জনজোয়ার, জনপ্লাবন নাকি জনসমুদ্র! JonoSanjogYatra-র ৪৫তম দিনে উত্তর ২৪ পরগনার গাইঘাটার রোড শো সম্পর্কে যথাযথ বিশ্লেষণ খুঁজে পাওয়াটাই আমার কঠিন মনে হচ্ছিল!
আজকের এই আয়োজনে সব মিলিয়ে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি আশা করা হয়েছিল। কিন্তু, গাইঘাটা আমাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে! হিসাব ছাড়িয়েছে এই জন সমাবেশে! রোড শো ঘিরে আজ যে উদ্দীপনার সাক্ষী হলাম, তা বর্ণনাতীত! শুধুমাত্র TrinamooleNaboJowar-কে চাক্ষুষ করবেন বলেই লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিলেন!
বাংলার শাসকদলের প্রতি বঙ্গবাসীর যে পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে, তার প্রমাণ আরও একবার পেলাম গাইঘাটার এই কর্মসূচিতে। পরিপূর্ণতার পথে আরও একধাপ অগ্রসর হল আমাদের এই যাত্রা।
