হাত ছেড়ে ঘাস ফুলে যোগ দিলেন কংগ্রেসের প্রতীকে জয়ী বিধায়ক বায়রন বিশ্বাস। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক । প্রসঙ্গত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর সাগরদিঘীতে উপনির্বাচন হয় ফেব্রুয়ারী মাসে। আর সেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রার্থী হন বায়রন বিশ্বাস, বিজেপির প্রার্থী হন দিলীপ সাহা। আর সেই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বিপুল ভোটে জয়ী হন। অনেক টালবাহানার পর সোমবার তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সোমবার সকালেই ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প অফিসে গিয়ে তিনি তৃণমূলে যোগদান করেন। বায়রন বলেন, বিজেপি নয়, কংগ্রেসের প্রধান শত্রু যেন তৃণমূল। বাংলার মানুষ কংগ্রেসের এই ভূমিকা পছন্দ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেস রাজ্যে সারশূন্য। কংগ্রেস আর সিপিএম বিজেপিকেই সুবিধা পাইয়ে দিচ্ছে।
তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সামিল হতেই সাগরদিঘীর বিধায়ক বায়রণ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, সংগ্রামপুরে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন মন্ত্রী শশী পাঁজা । কিছুদিন আগেই সংগ্রামপুরে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে জনসভা করা হয়। আর সেই জনসভা থেকে বারে বারে শাসক দলকে আক্রমণ করা হয়। মানুষকে ভুল বোঝানো হয়। তারই প্রতিবাদে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে সংগ্রামপুরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় বায়রনের কংগ্রেসে যোগদান প্রসঙ্গ উঠে আসে। মন্ত্রী শশী পাঁজা কংগ্রেসকে তুলোধনা করেন।
বায়রনের দলত্যাগের ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা।কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বার। তারই প্ৰতিবাদে বাইরন বিশ্বাসের পোষ্টার দাহ করে বিক্ষোভ কংগ্রেসের নেতা কর্মীদের। সোমবার সাগরদিঘি ব্লক কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।
সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…
ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…
বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…
প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…