শহিদ ক্ষুদিরাম বসুর পরিবারের সঙ্গে সাক্ষাত, কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের শপথ অভিষেকের


সোমবার,২৯/০৫/২০২৩
640

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জনসংযোগ যাত্রার ৩২ তম দিনে পশ্চিম মেদিনীপুরে জনতার সঙ্গে মিশে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেশপুরে শহিদ ক্ষুদিরাম বসুর পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন তিনি। প্রবীণ সদস্যদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক। ছোটদের টেনে নেন কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম বসুর পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি মন্তব্য করেছেন: “বীর বিপ্লবী, শহিদ ক্ষুদিরাম বসুর স্মৃতিধন্য পশ্চিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আজ আমি ধন্য হলাম। দেশমাতৃকার সেই সুযোগ্য সন্তানকে আমার শত কোটি প্রণাম। JonoSanjogYatra-র ৩২তম দিনে তাঁকে স্মরণ করে আরও একবার সেবাব্রত পালনের মন্ত্রোচ্চারণ করলাম হৃদয়ের অন্তস্তল থেকে! মহান সেই স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধাজ্ঞাপন করে কৃতার্থ হলাম!

কেশপুরে শহিদ ক্ষুদিরাম বসুর পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুবর্ণ সুযোগ অর্জন করেছি! TrinamooleNaboJowar-ই আমাকে সেইসব ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দিয়েছে, যাঁদের পূর্বসূরিরা এই মহান দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। আজও তেমনই কিছু মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমি আপ্লুত, গর্বিত!” বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে কেন্দের নরেন্দ্র মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রের ভ্রান্ত নীতির কারণেই দেশবাসীকে চরম যন্ত্রণার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যতদিন না কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে ততদিন দেশের মানুষের শান্তি নেই মন্তব্য তাঁর। অভিষেকের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদি। কিন্তু সেই চেষ্টা সফল হবে না বলে মত তার।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট