জনপ্রিয়তা হারিয়েছেন নরেন্দ্র মোদি ?


রবিবার,১৪/০৫/২০২৩
647

আগরতলা: কর্নাটকে কংগ্রেসের সাফল্যে আনন্দ- উল্লাস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে জনপ্রিয়তা হারিয়েছেন, এই ভোটের ফলাফল তা জানান দিয়েছে। বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহা।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে বড়সড় সাফল্য কংগ্রেসের। বিজেপিকে ধরাশায়ী করে ক্ষমতা দখল হাত-শিবিরের। কর্ণাটকের এই বিরাট সাফল্যে উচ্ছ্বাসের ঢেউ আগরতলাতেও। শনিবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস কর্মীদের বাজি, পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় । কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, কর্ণাটক বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দল একক সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে সরকার গঠন করেছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের এই ফলাফলে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ ভারতের মানুষ বিভাজন রাজনীতিতে বিশ্বাস করে না। কর্ণাটক বিধানসভা কেন্দ্রের এই নির্বাচন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জনপ্রিয়তা হারিয়েছেন প্রমাণ হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে মোদীকে ভোট দিন। কিন্তু কর্ণাটকের মানুষ মোদী’কে ভোট দেয়নি। ভারতবর্ষের উদীয়মান মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আজকে বিরক্ত, বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট