মানুষের বিচারে সেরা প্রার্থীদেরই পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাণ্ডারী করব: অভিষেক


রবিবার,১৪/০৫/২০২৩
1040

হরিনাম সংকীর্তনে খোল বাজাতে গিয়ে খুন হয়েছিলেন আমার দলীয় সহকর্মী দয়াল হাজরা। সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু, আমরা তাঁকে ভুলিনি। কালনায় দয়াল হাজরার স্মৃতিতে একটি সৌধ নির্মাণ করা হয়েছে। আজ সেখানে গিয়েছিলাম। প্রয়াত দলীয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। তৃণমূলের নবোদয় কর্মসূচিতে কালনায় গিয়ে এ কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে এভাবে বহু প্রাণকেই অকালে ঝরে যেতে হয়। তাঁদের এই বলিদান মানবসেবার ব্রত পালনে আমাদের আরও দৃঢ়চেতা করে তোলে। আজ দয়াল হাজরার স্মৃতিসৌধে মাল্যদানের সময়েই আমি প্রতিজ্ঞা করেছি, সহকর্মীর এই আত্মত্যাগ বিফলে যেতে দেব না। মানুষের বিচারে সেরা প্রার্থীদেরই পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাণ্ডারী করব। তাঁদের হাত ধরেই প্রাপ্য পরিষেবা পাবেন গ্রামের আমজনতা। সুবিচার পাবেন দয়াল হাজরার মতো যোদ্ধারা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট