রাজ্য পুলিশের সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে আগামী তিন মাসের মধ্যে। নবান্নে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নেওয়া যাক নবান্নে কী কী বললেন মুখ্যমন্ত্রী: তিন মাসে পুলিশের সব শূন্যপদ পূরণ ,নবান্নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দ্রুত শূন্যপদ পূরণ করাই লক্ষ্য সরকারের। ট্রেনিং-এর সময় কমানোর প্রস্তাব দিয়েছেন। সমস্ত ক্ষেত্রে শূন্যপদ পূরণে জোর সরকারের। দ্রুত পূরণ করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।
সবার আগে নজর দেওয়া হয়েছে পুলিশে। তিন মাসের মধ্যে পুলিশের শূন্যপদে নিয়োগ। সব নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর প্রস্তাব, ৬ মাসের ট্রেনিং নয়। সাতদিন ট্রেনিং দিয়ে থানায় পাঠানো হোক। পরে মাসে সাতদিন করে ট্রেনিং দিতে হবে। ২১ দিন কাজ করিয়ে বাকি সাতদিন ট্রেনিং। ট্রেনিংয়ে যে দীর্ঘ সময় নষ্ট হয়, তা আর হবে না। থানায় থানায় পুলিশের অভাব পূরণ হয়ে যাবে। ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা সভা নবান্নে অনুষ্ঠিত হয়। রাজ্য কর্মসংস্থানে আরও একাধিক প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে চাকরি নেই বলে সরব বিরোধীরা। বারবার আক্রমণ করে সরকারকে। কিন্তু, সরকারের লক্ষ্য কর্মসংস্থান। সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে কর্মসংস্থান। বেকারদের জন্য পদক্ষেপ করল সরকার। পুলিশে চাকরি পেতে চলেছেন বেকাররা।কর্মসংস্থানমুখী প্রয়াস রাজ রাজ্য সরকারের।
রাজ্যে এখন থেকে সিকিউরিটি এজেন্সি গুলোতে নিরাপত্তা কর্মী নিয়োগ করতে গেলে রাজ্য পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। এজেন্সি চালাতে গেলে পুলিশের কথা শুনে চলতে হবে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নে বৃহস্পতিবার রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিকিউরিটি ক্ষেত্রে প্রচুর লোক নেওয়া হচ্ছে। সিকিউরিটি এজেন্সিগুলো এই কাজ করছে।’ তবে এই বিষয়ে যে পুলিশের কোনও নজরদারি থাকছে না, সেই দিকটি নিয়েও সতর্ক করেন মমতা। তিনি উপস্থিত সকলের মধ্যে বিশেষ কয়েকজনকে উল্লেখ করে বলেন, ‘স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, ডিজি সিকিউরিটি, সিপি, এডিজি আইন শৃঙ্খলা– আপনারা এই এজেন্সিগুলোর সঙ্গে বৈঠক করুন।’ এদের সম্পর্কে দ্রুত বিশদ তথ্য ও তালিকা তৈরি করতে নির্দেশ দেন।
ডাক্তারিতেও ৩ বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এক সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরকে। পঠন পাঠনের সিলেবাস থেকে শিক্ষা পদ্ধতি সব ঠিক করবেন বিশেষজ্ঞ কমিটি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…