চোরের খপ্পরে বিদেশিনী


মঙ্গলবার,০৯/০৫/২০২৩
8912

ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরায় বেড়াতে এসে তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন এক বিদেশিনী। আগরতলা রেল স্টেশন থেকে একটি অটোয় চেপেছিলেন বাব্রা নাবাওয়েসি নামে উগান্ডার এক যবুতী। সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় জেল রোড এলাকায় নিয়ে এসে ওই অটোচালক তার সর্বস্ব লুঠ করে বলে অভিযোগ। ওই বিদেশিনীর ব্যাগ এবং মোবাইল ফোন, পাসপোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পালিয়ে যায় ওই অটোচালক। পরে অপর এক অটোচালক ওই বিদেশিনী’কে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে বিশালগড় মহিলা থানায় নিয়ে আসেন। পুলিশের কাছে ওই বিদেশিনী জানিয়েছেন, উগান্ডা থেকে ব্যাঙ্গালোরে এসেছেন পড়াশোনা করতে। সে নার্সিং পড়ছে। ত্রিপুরা ভ্রমণের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর থেকে এখানে আসা। ভাষাগত সমস্যার কারণে ওই যুবতীর সমস্ত কথা বুঝতে পারেনি পুলিশ। ত্রিপুরায় কোথায় তিনি যাবেন, কেউ পরিচিত আছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোভাষীর সাহায্যে ওই যুবতীর সঙ্গে কথা বলে আরও তথ্য জানার চেষ্টা করবে বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট