বাসন্তীতে বন্দুক কারখানার হদিস


শনিবার,২৯/০৪/২০২৩
2332

বাসন্তিতে বহু বন্দুক উদ্ধার।সামনেই পঞ্চায়েত ভোট তার আগে বাসন্তিতে অস্ত্র কারখানার খোঁজ। উদ্ধার বহু বন্দুক।ধৃত দুই।
দক্ষিন 24 পরগণা বাসন্তীর রামচন্দ্র খালি গ্রামে একটি বাড়ির আড়ালে অস্ত্র কারখানা হুদিশ। গ্রেপ্তার দুই, মোতালেব পুরকাইত, ও জয়নাল মোল্লা। ওই বাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে এই কারবার চালাত ওই দুজন।এদের থেকে একাধিক বন্দুক উদ্ধার হয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এইসব বন্ধুক কোথায় কোথায় পাচার হয়েছে তা খতিয়ে দেখছে বারুইপুর জেলার পুলিশ সুপার পুস্পা ম্যাডাম।ওই দুই ধৃতকে পুলিশ হেফাজতে নেবে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট