‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির তৃতীয় দিনে আলিপুরদুয়ারের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মের বিভাজন থেকে বঙ্গভঙ্গ – একাধিক ইস্যুতে বিঁধলেন বিজেপিকে। আর বিজেপির ফাঁদে পা না দেওয়ার বার্তা দিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির তৃতীয় দিনে আলিপুরদুয়ারে জনসংযোগে অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন কুমারগঞ্জে জনসভায় অংশ নেন। আর এদিনের জনসভা থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেক বলেন, যারা তার ৬০দিনের কর্মসূচি নিয়ে কটাক্ষ করছেন তারা ঘরবাড়ি ছেড়ে ছ’দিন ঘরবাড়ি ছেড়ে মানুষের সঙ্গে সময় কাটিয়ে দেখান।
২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার প্রসঙ্গ টানেন। অভিষেক বলেন, কোথায় সাংসদ ? বিধানসভা নির্বাচনে জেলার একটি আসনেও তৃণমূলকে না জিতিয়ে খাল কেটে কুমির আনার পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মূল্যবৃদ্ধি ইস্যুতে আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের জনসাধারণের উদ্দেশ্যে এই তৃণমূল নেতা বলেন আচ্ছেদিনের স্বপ্নে আপনারা ভোট দিয়েছিলেন। কি ফল পেয়েছেন?
এদিনের জনসভা থেকে অভিষেক বলেন ১৯ এর লোকসভা নির্বাচন করেছিল ধর্মকে সামনে রেখে। আর এবার বাংলা ভাগের তাস খেলতে চাইছে বিজেপি। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হন, জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন অভিষেক।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…